সিরিয়ার কাছে অত্যাধুনিক জঙ্গিবিমান হস্তান্তর করল রাশিয়া
সিরিয়ার বিমান বাহিনীর কাছে ‘মিগ-২৯ এসএমটি’ মডেলের উন্নত জঙ্গিবিমান হস্তান্তর করেছে রাশিয়া। সিরিয়ার বিমান বাহিনী আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, লাতাকিয়া প্রদেশের হেমেইমিম ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে জঙ্গিবিমান হস্তান্তর করা হয়।
সেখান থেকে সিরিয়ার পাইলটরা সেগুলোকে সামরিক বিমান বন্দরে নিয়ে গেছে। নতুন জঙ্গিবিমানগুলোর যুদ্ধ ক্ষমতা আগের প্রজন্মের যুদ্ধবিমানের চেয়ে অনেক বেশি বলে জানানো হয়েছে।
২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ইহুদিবাদী ইসরাইলের অনুকূলে নেয়ার জন্যই এই কাজ করা হয়েছে। পার্সটুডে