ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব খারিজ চীনের

0

ভারত এবং চীনের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। সম্প্রতি সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ৯ মে ভারতের একটি টহল টিমের কমপক্ষে ১৫ থেকে ২০ জন কর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে চীনা সেনারা।

দিল্লির অভিযোগ, সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেছে চীনের সেনাবাহিনী। এরমধ্যেই বুধবার আকস্মিকভাবে চীন ও ভারতের সীমান্ত বিরোধে মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প।

এদিন টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা ভারত ও চীন দুই দেশকেই জানিয়েছি যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। আপনাদের ধন্যবাদ!’

ট্রাম্পের ওই টুইটের পর আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে নিজেদের প্রতিক্রিয়া জানায় বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান জানান, সামরিক পরিস্থিতির সমাধানে কোনও তৃতীয় পক্ষের ‘হস্তক্ষেপ’ চায় না দুই দেশ।

ঝাও লিজিয়ান বলেন, ‘চীন ও ভারতের মধ্যে নিজেদের সীমান্ত সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করার নির্দিষ্ট পদ্ধতি ও যোগাযোগের ব্যবস্থা রয়েছে। আমরা আলাপ আলোচনার মাধ্যমে যথাযথভাবে সমস্যাগুলো সমাধান করতে সক্ষম। এ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com