মহাকাশে হাঁটা প্রথম মানবের মৃত্যু

0

সোভিয়েত যুগের মহাকাশচারী অ্যালেক্সেই লিওনভ, যিনি ১৯৬৫ সালে প্রথম মানব হিসেবে মহাকাশে হেঁটেছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গতকাল শুক্রবার মস্কোর বারদেনকো সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।  

রাশিয়ার ফেডারেল স্পেস করপোরেশন রসকোসমস এক বিবৃতিতে বলেছে, বিশ্ব মহাকাশ যুগের প্রথম দিকের মহাকাশচারীর একজন। তিনি দেশের প্রতি ও কাজের প্রতি নিজেকে উৎসর্গ করেছেন। বিশ্বের মহাকাশ ইতিহাসে তার কথা স্বর্ণের অক্ষরে লেখা থাকবে।পৃথিবীর বাইরে মোত ৭ দিন ৩২ মিনিট ছিলেন লিওনভ। দুইবার তিনি মহাকাশ পাড়ি দিয়েছেন।  ১৯৬৫ সালের ১৮ মার্চ মহাকাশে হেঁটেছিলেন অ্যালেক্সি লিওনভ। ভক্সহড ২ স্পেস যান থেকে বেরিয়ে ১২ মিনিটের সেই হাঁটায় সঙ্কটাপন্ন হয়েছিল তার জীবনও। রোমাঞ্চকর সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে এক সাক্ষাৎকারে লিওনভ বলেছিলেন,  নক্ষত্রগুলো আমার চারপাশে সব জায়গাতে ছিল; ডান-বামে উপর-নিচে সবখানে। সেই নীরবতায় আমি এখনও আমার নিঃশ্বাস ও হৃৎস্পন্দনের শব্দ শুনতে পাই। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com