ভারতে করোনা সংক্রমণ নিয়ে মুসলমানদের উপর দোষ চাপানোর নিন্দা চরমোনাই পীরের

0

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ভারতে করোনা সংক্রমণ ছড়ানো নিয়ে মুসলমানদের উপর দোষ চাপানো এবং করোনা আক্রান্ত মুসলমানদের চিকিৎসা সেবা না দেয়ার খবরে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ভারত এই মহামারীর সময়ও মুসলমানদের উপর তাদের হিংস্র আক্রমণ অব্যাহত রেখেছে। ভারত বিভিন্ন অযুহাতে মুসলমানদের উপর তাদের খড়গহস্ত প্রসারিত করার যে প্রবণতা শুরু করেছে তা বন্ধ না করলে ভারতকে আরো কঠিন খেসারত দিতে হবে।

চরমোনাই পীর বলেন, করোনা মহামারী প্রসঙ্গে বিশ্বের সকল অমুসলিম গবেষকরা বলছেন, মুসলমানরা পাঁচবার অযূ করার কারণে সংক্রমণ কম হচ্ছে। আর ভারত হিংসার বশবতী হয়ে মুসলমানদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি অবিলম্বে ভারতে মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবি জানান। ভারতের অন্যায় আচরণের বিরুদ্ধে বিশ্বমুসলিম উম্মাহকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। –বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com