উত্তরাঞ্চলের ৩ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি
জেটিভি রিপোর্ট: উত্তরাঞ্চলের ৩ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি
বর্তমান কমিটি বিলুপ্ত করে রাজশাহী, নাটোর ও পাবনায় আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
শুক্রবার (৫ জুলাই) বিএনপির কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক মুহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আবু সাঈদ চাঁদকে আহ্বায়ক, সাইফুল ইসলাম মার্শাল যুগ্ম আহ্বায়ক ও বিশ্বনাথ সরকারকে সদস্য সচিব করে রাজশাহী জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া আলহাজ্ব আমিনুল হক আহ্বায়ক, কাজী শাহ আলম যুগ্ম আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করে নাটোর জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি এবং হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার যুগ্ম আহ্বায়ক ও সিদ্দিকুর রহমান সিদ্দিককে সদস্য সচিব করে পাবনা জেলা বিএনপির ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে।