সরকার যে তথ্য-উপাত্ত উপস্থাপন করছে তাতে জনগণের আস্থা নেই : ইকবাল হাসান মাহমুদ টুকু

0

বিএনপি করোনা পরিস্থিতির সার্বিক চিত্র তৃণমুল পর্যায় থেকে তথ্য উপাত্ত তুলে ধরার জন্য করোনা পর্যবেক্ষণ সেল গঠন করেছে। ইতিমধ্যে সেলের দায়ত্বিপ্রাপ্তরা তাদের কাজ শুরু করেছেন। এই কাজ আরো তরান্বিত করতে সংশ্লিষ্ঠ নেতাদের চিঠি দিয়েছেন পর্যবেক্ষণ সেলের আহবায় জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন,আমরা জাতিকে যে তথ্য দিতে চাচ্ছি তা হলো সত্যিকার অর্থে বর্তমান করোনা পরিস্থিতিতে গোটা জাতি কী অবস্থার মধ্যে আছে। আমরা নাগরিকরা তা জানি না ।

এক প্রশ্নের জবাবে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আমরা চাচ্ছি সঠিক তথ্য উপাত্ত তৃণমূল পর্যায় থেকে নিয়ে এসে একসঙ্গে করে আমরা জাতির কাছে উপস্থাপন করবো। এতে সরকার এবং জাতি উপকৃত হবে । দুই. এই যে সরকার বলছে মানুষকে তারা ত্রাণ দিচ্ছে এটা আমরা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করবো। তৃণমুল থেকে আমরা রিপোর্ট আনার চেষ্টা করব। কতখানি মানুষের কাছে পৌঁছেছে, কতটা মানুষ পেয়েছে। এই তথ্যগুলো তা যাচাইবাছাই করে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, তৃণমুলের রির্পোট পাওয়ার জন্য কোন নির্দিষ্ট টাইম ফ্রেম নেই। এটা একটি চলমান প্রক্রিয়া। কারণ ৬৪ জেলার ইনফরমেশনগুলো আমরা এক সঙ্গে পাবো না। যে তথ্যগুলো আগে পাওয়া যাবে তা ভাগে ভাগে জাতির কাছে উপস্থাপন করা হবে।

বিএনপির এ নেতা বলেন, সোশ্যাল মিডিয়া বিভিন্ন পত্র-পত্রিকায় যেসব ছবি দেখি চাল চুরি, ত্রাণ চুরি তাতে কি মনে হয় এটা সুষ্ঠুভাবে বিতরণ হচ্ছে? আমার কাছে এমন প্রমাণ আছে, ভিজিএফের কার্ড উপজেলা চেয়ারম্যান ভাগ করেছে, তার মধ্যে দেখা গেছে চেয়ারম্যানের হাতে মাত্র চারটি আছে । আর সব এমপি কোটা লীগ কোটায় ভাগ করে দিয়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এই অবস্থার মধ্যে আমরাই প্রথম প্রণোদনার কথা বলেছি। ‌এই টাকা সরকারকে ব্যয় করতে হবে পরিস্থিতি সামাল দিতে হলে। আমরা প্রত্যেকটি সেক্টর অনুযায়ী ব্যাখ্যা করেছি । যেসব মানুষ বিদেশে চাকরি হারিয়ে দেশে ফিরেছে তাদের জন্য যে টাকার প্রয়োজন আমরা সে ব্যবস্থার কথা বলেছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com