করোনা দুর্যোগে সারা দেশে অসহায়দের পাশে বিএনপি

0

আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা গুম, খুন, পঙ্গুত্ববরণসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পরিবারকে ঈদ উপহার দিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে দুস্থদের মাঝে মাসাধিকাল ধরে ত্রাণ বিতরণের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার দিচ্ছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও।

দলীয় দফতর সূত্রে জানা গেছে, সারা দেশে ১৩ লাখের অধিক পরিবারকে বিএনপি নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ দিয়ে সহায়তা করেছে। এছাড়া কৃষকের ধান কাটা, চিকিৎসা সেবা, স্বাস্থ্যকর্মীদের মাঝে পিপিই বিতরণ এবং ডক্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব বিনিমূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে। শুরুর দিকে চীনে করোনাভাইরাস সংক্রমণের পর জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করে দলটি। এসব কার্যক্রম এখনো অব্যাহত আছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, দলীয় নেতাকর্মী যারা যেখানে আছেন, যেমন সামর্থ্য আছে, তেমন সাহায্য দিচ্ছেন। নেতাকর্মীরা কেউ বসে নেই। সামনে ঈদ। এই সময়েও যাতে মানুষকে একটু আনন্দ দেয়া যায় তার চেষ্টা করছেন বিএনপির নেতাকর্মীরা।


দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু তার নির্বাচনী এলাকা নোয়াখালী-৩ আসনের ২০ হাজারের মতো এবং মো: শাহজাহান নোয়াখালী-৪ আসনের প্রায় ১৬ হাজার দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
ত্রাণসামগ্রীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ছিল। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে এবার সেমাই, চিনি শাড়ি লুঙ্গিসহ ঈদসামগ্রীও দেয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার গয়েশ্বরচন্দ্র রায়ের উদ্যেগে তার নির্বাচনী এলাকা ঢাকা-৩ আসনের ২২০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বাসায় বাসায় পৌঁছে দেয়া হচ্ছে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন ত্রাণ বিতরণ করেছেন।

এ প্রসঙ্গে সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর গত ৩১ মার্চ থেকে আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করি। প্রতিটি ওয়ার্ডে আমরা একাধিকবার করে গরিবদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, সারা দেশে গুম, নিহত, আহত ও পঙ্গু নেতাকর্মীদের ৮৬৭ পরিবারকে এ বছর ঈদ উপহার দেয়া হয়েছে। এর মধ্যে বিএনপির ৩৩৩ জন, যুবদলের ২৫২ জন, ছাত্রদলের ২৩১ জন এবং স্বেচ্ছাসেবক দলের রয়েছে ৫১ জন।


এদিকে বিএনপির জাতীয় পর্যবেক্ষণ সেলের সিদ্ধান্ত অনুযায়ী করোনা পরিস্থিতি সার্বিকভাবে আরো নিবিড় পর্যবেক্ষণ করতে দশ নেতাকে দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষ থেকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন ঢাকা বিভাগের দায়িত্বে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চট্টগ্রাম বিভাগে স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, খুলনা বিভাগে ড্যাবের ডা: হারুন অর রশিদ রাজশাহী বিভাগে: যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু। বরিশাল বিভাগে: বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: রফিকুল ইসলাম। সিলেট বিভাগে: স্বেচ্ছাসেবক দলের আব্দুল কাদির ভূইয়া জুয়েল। ময়মনসিংহ বিভাগে: যুবদলের সাইফুল আলম নীরব। কুমিল্লা বিভাগে: ড্যাবের ডা: আব্দুস সালাম। রংপুর বিভাগে: ছাত্রদলের ফজলুর রহমান খোকন। ফরিদপুর বিভাগে: ছাত্রদলের ইকবাল হোসেন শ্যামল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com