মে ১৫, ২০২০ যুবদল/ প্রেস বিজ্ঞপ্তি —
দেশে করোনাভাইরাস আক্রমণের শুরু থেকে সংগঠনের অভিভাবক দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে দেশের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় জাতীয়তাবাদী যুবদলের কর্মসূচী আজও দেশের বিভিন্ন স্থানে অব্যহত ছিল। যুবদলের বিভিন্ন জেমা,মহানগর ও উপজেলা থেকে কেন্দ্রীয় দপ্তরে পাঠানো তথ্যের ভিত্তিতে আজ রাত ৮ টায় এই প্রতিবেদন তৈরী করা হয়।
★ ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ঢাকা ১৬ আসন এলাকার ৫ নং ওয়ার্ডেের ১১ নং সেকশন বাসষ্টান্ড বড় মসজিদের সামনে করোনার প্রভাবে মিরপুর এলাকার কর্মহীন গার্মেন্টস শ্রমিক, দিনমজুর, দুস্থ ও দরিদ্র ৫০০ পরিবারের মাঝে চাল,ডাল, তেল,আলু, পিয়াজ ও সেমাই এর প্যাকেট জননেতা তারেক রহমান এর পক্ষে পরিববার গুলোর হাতে তুলেদেন।
★ বাগেরহাট সদর উপজেলার তিনটি ইউনিয়নের ২৭ টি ওয়ার্ডের ১৫০০ হতদরিদ্র, বেকার শ্রমিক, বিধবা ও প্রান্তিক পরিবারের হাতে দেশনায়ক তারেক রহমান এর তরফে বড় আকারে খাদ্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মাসুমুল হক।
★ চট্টগ্রাম মহানগর যুবদল সভাপতি মোশারফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ আজ নগরীর ২২ নং এনায়েত নগর ওয়ার্ডে মহানগর সদস্য আব্দুল্লাহ আল মামুন এর ব্যাবস্থাপনায় ১৫০ টি দরিদ্র অসহায় পরিবারের কাছে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, লবন,পিয়াজ সহ প্রয়োজনীয় নিত্যকার খাদ্য সামগ্রী তুলেদেন।
এছাড়া নগরীর ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে যুবদল নেতা মাহবুবুর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন শ্রেণী পেশার রোকাদার মানুষের মাঝে ইফতারি বিতরণ করেন।
★ বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এলাকার কর্মহীন, বিভিন্ন শিল্পাঞ্চল থেকে ফেরা বেকার শ্রমিক পরিববার গুলোর খাদ্য ও ঈদের প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট তুলেদেন জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম।
★ গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর ব্যাবস্থাপনায় পলাশবাড়ী উপজেলা যুবদলের উদ্যোগে, দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলার করোনার কারনে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের সদস্যদের হাতে জেলা যুবদল মোশফেকুর রহমান রিপন ও সাজেদুল ইসলাম রুবেল প্রমূখ।
★ জামালপুর জেলা যুবদল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শররের জরিনা মিয়ার উদ্দিন স্কুল মাঠে জেলা যুবদল সভাপতি মোঃ ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান এর নেতৃত্বে করোনাকালে ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের কাছে ৬ কেজি চাল, চিনি, সেমাই, গুড়ো দূধ, ডাল আলুর একটি দৈনন্দিন ও ঈদ সামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।
★ গাজীপুর জেলা যুবদলের প্রচার সম্পাদক আশ্রাফুল আালম শিকদার এর পক্ষ থেকে জেলার চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অসহায় দরিদ্র, কর্মহীন বিপদগ্রস্ত পরিববার গুলোর হাতে াদ্য সহায়তা তুলেদেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।
★ লক্ষীপুর জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বুলুর নেতৃত্বে আজ জেলার করোনার কারণে ক্ষতিগ্রস্ত পরিববার গুলোর মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
★ সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি এড, আবুল মনসুর মোঃ শওকত উদ্যোগে আজ শহরের গরীব দুস্থ, প্রতিবন্ধী ১০০ পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলেদেন জেলা বিএনপি সভাপতি এড, মাসুক আলম ও পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।
★ ময়মনসিংহ মহানগর যুবদল দেশনেত্রী বপগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রতিদিনের মত আজ ও মহানগরীর ২ নং ওয়ার্ডে র বিভিন্ন শ্রেণী পেশার রোজাদার মুসুল্লিদের মাঝে ইফতারি বিতরণ করেন।
★ ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল জেলা বিএনপি’র সি,যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলুর সহযোগীতায় স্থানীয় ইতিকথা কমিউনিটি সেন্টারে এএলাকার দরিদ্র, করোনাভাইরাসের কারণে বেকার পরিবারের সদস্যদের খাদ্য সহায়তা দেন জেলা যুবদল সভাপতি রোকনুজ্জামান রোকম, সাধারণ সম্পাদক এড, দিদারুল ইসলাম রাজু, সি, সহসভাপতি রিয়াজুল কবির মামুন ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফারহান।
★ ফেনী জেলা যুবদল সমস্যা প্রিত জেলার পরিববার গুলোর মাঝে ধারাবাহিক খাদ্য সহায়গা আজও অব্যাহত রেখেছে। জেলা যুবদল সভাপতি জাকির হোসেন জসিম এর ব্যাবস্থাপনায় তারা আজ ক্ষতিগ্রস্ত পরিববার গুলোর বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছেদিয়েছেন।
★ নারায়ণগঞ্জ মহানগর যুবদল সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনার মৃত্যুবরণ কারী মোসা, সুরাইয়া বেগমের মরদে সংগ্রহ করে গভীর রাগ দাফন করেন এটা ছিল খোরশেদ এর ৪৫ তম সৎকার্য।