মে ১৩, ২০২০ ছাত্রদল/ প্রেস বিজ্ঞপ্তি—

0

ছাত্রদল নেতা‌ রিপনকে আইনের হাতে সোপর্দের আহ্বান

লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাত্রদল সভাপতি মোঃ আমিনুল ইসলাম রিপনকে পরিকল্পিত ভাবে গুম করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

প্রসঙ্গত মোঃ আমিনুল ইসলাম রিপনকে গতকাল রাত ১১.৩০ মিনিটে ভেলাবাড়ি ইউনিয়নের নিজ বাড়ি থেকে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুম করার অভিযোগ তার পরিবারের। সেই অভিযোগকে আমলে নিয়ে ছাত্রদল নেতৃদ্বয়ের দাবী অবিলম্বে তাকে আইনের হাতে সোপর্দ করা হউক। কিন্তু এখন পর্যন্ত তাকে আইনের হাতে সোপর্দ না করায় উষ্মা প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় অবিলম্বে মোঃ আমিনুল ইসলাম রিপনকে আদালতের সামনে পেশ করার আহবান জানিয়েছেন। পরে যদি সাজানো কোন নাটকের মাধ্যমে তার সাথে অনাকাঙ্খিত কিছু করা হয় তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ার করে দেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com