ঢাকা উত্তর সিটিতে তাবিথ আউয়ালের ত্রাণ বিতরণ অব্যাহত
করোনাভাইরাসের কারণে অসহায় শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন ঢাকা উত্তর সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
বুধবার ঢাকা উত্তর সিটির ৪, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে গত নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিল প্রার্থী ও স্থানীয় নেতারা এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ঢাকা উত্তরের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাইফুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অনোয়ার সাদাত খান রনি ও ১৪ নম্বর ওয়ার্ডে কাফরুল থানা যুবদল সভাপতি শরিফুল ইসলাম মিলন নিজ নিজ এলাকায় অসহায়দের মধ্যে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।