১০ হাজার দরিদ্র পরিবারের পাশে খোকাপুত্র ইশরাক
প্রাণঘাতী করোনাভাইরাসে লকডাউনের ফলে রাজধানীর অসহায় ছিন্নমূল ও হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন খোকা। অবিভক্ত ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন করোনাভাইরাসের কারণে রোজার মাসের শুরুতে অসহায়দের পাশে দাঁড়াতে নতুন কর্মসূচির ঘোষণা দেন। ইশরাক হোসেন তার ফেসবুক পেজে এসে ‘প্রজেক্ট এইড’ নামে এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তার পিতা মরহুম সাদেক হোসেন খোকার নামে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’-এর একটি উদ্যোগ হচ্ছে ‘প্রজেক্ট এইড’। রমজানের প্রতি রাতেই ঢাকার বিভিন্ন এলাকার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ ত্রাণ বিতরণ করা হচ্ছে। রাত ৯টা থেকে শুরু হয় ত্রাণ বিতরণ কার্যক্রম। সেহরির আগ পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায়দের মাঝে এসব বিতরণ করা হয়। ইশরাক হোসেন নিজেও বিভিন্ন সময়ে হতদরিদ্রদের বাসায় খাবার নিয়ে যান।
জানতে চাইলে ইশরাক হোসেন বলেন, সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে ৭ হাজার পরিবারের হাতে খাবার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। পুরোটাই পারিবারিকভাবে ও নিজস্ব অর্থায়নে। আরও কিছু অনুদান পেয়েছি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। আমরা আশা করছি, খুব শিগগিরই আমরা ১০ হাজার পরিবারের পাশে দাঁড়াতে পারব। তিনি বলেন, প্রজেক্ট এইডের স্বেচ্ছাসেবীরা তালিকা তৈরি করে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আবার আমি নিজেও যাচ্ছি। কিছু খাবার সামগ্রী বিএনপির হতদরিদ্র কর্মীদের পরিবারকেও দেওয়া হচ্ছে।