সোনাগাজীতে অস্ত্র ও মাদকসহ সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
ফেনীর দক্ষিণাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ছেরাজল হক ওরফে সবুজ ওরফে গুরামিয়া সবুজকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সাবেক এ যুবলীগ নেতাকে রোববার রাতে মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের তার বাড়ির সামনে থেকে গ্রেফতার করা হয়।
সোনাগাজী মডেল থানা সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রাত ৯টার দিকে অফিসার ইনচার্জ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সবুজের বাড়িতে অভিযান চালায়।
এসময় পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলি, একটি দামা ও ২০০ পিচ ইয়াবা উদ্ধার করে।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ৯টি মামলা ছাড়াও অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানা গেছে। রাতে পুলিশ অস্ত্র ও মাদক আইনে আরো দুটি মামলা দায়ের করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুরামিয়া সবুজ দীর্ঘদিন কারাগারে থাকলেও সম্প্রতি জামিনে এসে পূর্বের ন্যায় অস্ত্র, চাঁদাবাজী, মদ, গাজা ও ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। এলাকায় প্রকাশ্য অস্ত্র নিয়ে ঘোরাফেরা করায় তার ভয়ে কেউ মুখ খুলতো না। গত ২৮ এপ্রিল স্থানীয়দের সহযোগিতায় দুই মাদক বিক্রেতাকে ধরে থানায় নেয়ার পথে তার বাড়ির সামনে ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদলের উপর হামলা চালায় সবুজ।
ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, সবুজের গ্রেফতারে খবরে এলাকার জনমনে স্বস্তি বিরাজ করছে।