মা দিবসে ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ফখরুলের
বিশ্ব মা দিবস উপলক্ষে সকল মায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের নারী সমাজের অগ্রগতিতে কিংবদন্তিতুল্য ‘গণতন্ত্রের মা’ খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে এ কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বের সব মায়ের প্রতি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাদের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করি।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘মা বিস্ময়কর ও আলোকদীপ্ত একটি শব্দ। জীবনের যে কোনো সাফল্যে মায়ের অবদান অপরিসীম। মা একটি পবিত্র শব্দ, যে ভাষায় তাকে সম্বোধন করা হোক না কেন, সর্বকালে সর্বক্ষেত্রে সৃষ্টির আদিলগ্ন থেকে দেশ ও কালের সীমানা অতিক্রম করেও মায়ের আত্মত্যাগের ভালোবাসার রূপ অনেকটা অভিন্ন।’
বাণীতে বিএনপি মহাসচিব বলেন, ‘সন্তানদের জন্য কঠিন ত্যাগ স্বীকার কেবল মায়েদের পক্ষেই সম্ভব। মায়েরা সন্তানের জন্য কষ্ট যাতনা মুখ বুজে সহ্য করেন, অসীম ত্যাগ স্বীকার করেন। মায়ের অনুগ্রহ ছাড়া কোনও প্রাণীরই প্রাণ ধারণ করা অসম্ভব। সত্যের জন্য, সম্মানের জন্য ও আত্মমর্যাদার জন্য মায়ের সান্নিধ্য সন্তানকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। অনেক শক্তির আধার একজন মা।’
এসময় তিনি খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ আখ্যা দিয়ে তার সুস্বাস্থ্য কামনা করে বলেন, ‘যিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় নারী সমাজের জন্য যে অবদান রেখেছিলেন তা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। সেই ‘গণতন্ত্রের মা’ খালেদা জিয়াকে প্রতিহিংসার বিচারে পরিত্যক্ত একটি নির্জন কারাগারে দুই বছরেরও বেশি সময় বন্দি করে রাখা হয়েছিল। কেড়ে নেয়া হয়েছিল মানুষ হিসেবে তাঁর সব মানবাধিকার। অথচ আর্থিক ও সামাজিক অগ্রগতিতে এদেশে খালেদা জিয়ার অবদান কিংবদন্তিতুল্য। এই মহিমান্বিত দিবসে আমি তাঁর সুস্বাস্থ্য কামনা করছি।’