সাঈদীর মুক্তি চাইলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাসহ বিভিন্ন দেশের প্রবাসীরা
মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীরা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন। ৭,৫০০ এর অধিক মানুষের স্বাক্ষরসংবলিত এই আবেদন গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জামা দেয়া হয়েছে বলে জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী ফ্রি আল্লামা সাঈদী ক্যাম্পেইনের কনভেনার কাওসার মারুফ।
প্রবাসীরা প্রধানমন্ত্রীর উদ্দেশে বলছেন, আমরা আমাদের মাতৃভূমির জন্য গর্ববোধ করি। নানা সীমাবদ্ধতার মধ্যেও আপনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তারা বলেন, বিশ্বব্যাপি কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি অবনতি হচ্ছে। এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মান, তুরস্ক, বাহরাইন, আয়ারল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশ বয়স্ক ও হুমকি মুক্ত বন্দিদের মুক্তি দিচ্ছে। বয়স্ক ও অসুস্থতা বিবেচনায় আমরা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবী করছি।
প্রবাসীরা বলছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে, ধর্মীয় ও মানবিক দিক বিবেচনায় আল্লামা সাঈদীকে মুক্তি দিন। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে লাখ লাখ মানুষের মাঝে কুরআনের শিক্ষা দিয়েছেন। তার ওয়াজ থেকে নানা শ্রেণী পেশা, দল মতের মানুষ উপকৃত হয়েছেন। তিনি দু’বার জাতীয় সংসদ সদস্য হিসেবে ভূমিকা পালন করেছেন।
কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতিতে আল্লামা সাঈদীকে মুক্তি দিয়ে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানান।
ক্যাম্পেইনের অ্যাডভাইজার হিসেবে রয়েছেন, ড. জুন্নুন চৌধুরী, অরগানাইজিং মেম্বারদের মধ্যে রয়েছেন, আবদুল মুতালেব, মোহাম্মদ সালাহউদ্দিন, আবদুল্লাহ আল মামুন, জুহায়েব চৌধুরী, জাহিদ হাসান, হাফেজ মোহাম্মদ হক প্রমুখ।