শিবিরের সাবেক সভাপতি আবু তাহের আর নেই
জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু তাহের ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শনিবার (৯ মে) রাত সাড়ে ৯টায় রাজধানীর মগবাজারস্থ নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর পেয়ে রাতে মরহুমের মগবাজারস্থ বাসায় যান জামায়াতের আমির ডা.শফিকুর রহমান। এ সময় সাথে ছিলেন ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ও হাতিরঝিল পশ্চিম থানা আমির মুহাম্মদ আতাউর রহমান সরকার।
রাত পৌনে ২টার সময় মগবাজারস্থ বাসায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন জামায়াতের আমির ডা.শফিকুর রহমান। জানাজা শেষে লাশবাহী গাড়ি রাত ২টার দিকে চট্রগ্রামের উদ্দেশে রওয়ানা হয়েছে।
মরহুমকে চট্টগ্রামের নিজ বাড়িতে রবিবার (১০ মে) সকাল ৮টায় আরেকটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা ছিলেন
দ্বিতীয় জানাজায় জামায়াতের কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ শাহজাহানের ইমামতিতে অংশগ্রহণ করেন জামায়াতের নায়েবে আমির মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম, নেজামী ইসলাম পার্টির চেয়ারম্যান, বর্ষীয়ান আলেমে দ্বীন মুফতি ইজহারুল ইসলাম, মহানগর জামায়াতের নায়েবে আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর উত্তরের ছাত্রশিবির সভাপতি হামেদ হাসান ইলাহী, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইমরানুল হকসহ মহানগর এবং জেলা নেতৃবৃন্দ।