রাজশাহী মহানগর যুবদলের ঈদ উপহার প্রদান
রাজশাহী মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন শুক্রবার (৮ মে) বিকেলে ঈদ উপহার প্রদান করেন। সমগ্র বাংলাদেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদ, গুম ও নির্যাতিত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের পরিবারকে দেওয়ার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত উপহার তিনি প্রদান করেন।
২০১৪ সালে মতিহার দক্ষিণ পাড়ার যুবদলের সাবেক নেতা মাকসুদুল আলমকে কাজলায় র্যাব গুলি করে আহত করে। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। মূলত তার হাতেই এই ঈদ উপহার তুলে দেন তিনি।
এসময়ে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসাইন, সহ-সাধারণ সম্পাদক রায়হান রেজা রাজ, সহ-কোষাধ্যক্ষ জানে আলম, মতিহার থানা যুবদলের যুগ্ম আহবায়ক বশির উদ্দিন জনি, আল মামুন বাবু, তন্ময় মোল্লা, সারোয়ার জাহান শিবলী, আলমগীর হোসেন, সাংগঠনিক ৩৩ নং ওয়ার্ড যুবদলের সহ-সম্পাদক হাসান আলী, যুবনেতা শুকুর আলী, মোহাম্মদ আলী, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম কনক ও ছাত্রনেতা রাসেল ও শিথিলসহ যুবদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।