ডিজিটাল সিকিউরিটি আইনে ‘নতুন গ্রেফতারে’ যুক্তরাষ্ট্রের উদ্বেগ

0

দেশে করোনা ভাইরাসের পরিস্থিতি নিয়ে সরকারবিরোধী প্রচারণার অভিযোগে সম্প্রতি ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

মহামারির এই পরিস্থিতিতে বাংলাদেশে নতুন এই গ্রেফতারের খবরে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

শুক্রবার (৮ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর প্রিন্সিপ্যিাল ডেপুটি অ্যাসিস্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস এক টুইট বার্তায় এই উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশের মানুষ যেন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে সেটি নিশ্চিত করার জন্য ওয়েলস আহবান জানিয়েছেন। বাকস্বাধীনতাকে গণতন্ত্রের ভিত্তি হিসাবে অভিহিত করে ওয়েলস বলেন, এই মহামারির সময়ে এটি মানুষের জীবন রক্ষা করতে পারে।

একই ধরনের আহবান জানিয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার। এই টুইটে লিখেছেন, ‘সঠিকভাবে জনস্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মুক্ত ও স্বাধীন মিডিয়া নির্ভরযোগ্য ও বাস্তবভিত্তিক তথ্য পরিবেশন করতে পারে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোভিড-১৯ মহামারির সময়ে বাক স্বাধীনতা সমুন্নত রাখা এবং সাংবাদিকদের ঠিকমতো কাজ করতে দেওয়া অত্যন্ত জরুরি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com