চিড়া দিয়েই তৈরি করুন সুস্বাদু কাটলেট
ইফতারের জন্য ঝটপট মুখরোচক কিছু তৈরি করতে চাইলে বেছে নিতে পারেন চিড়ার কাটলেট। এটি অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। খেতেও বেশ সুস্বাদু। চলুন তবে জেনে নেয়া যাক-
উপকরণ :
চিড়া- ২ কাপ
আলু সিদ্ধ -১ টি
পেঁয়াজ কুচি-১ কাপ
মরিচ কুচি-২ টেবিল চামচ
ধনিয়াপাতা -৩ টেবিল চামচ
হলুদ গুড়া -১ চা চামচ
মরিচ গুঁড়া -১ চা চামচ
জিরা গুঁড়া -১/২ চামচ
গরম মসলা গুঁড়া -১ চা চামচ
লবণ- পরিমাণমতো
সয়াবিন তেল- ভাজার জন্য
ব্রেডকাম্ব- ২ কাপ
ডিম- ১টি।
প্রণালি:
চিড়া পনের মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে চিড়া নরম করে আলুসহ উপরের সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে শুধু ডিম আর ব্রেডক্রাম্ব পরে ব্যবহার করা হবে। সব উপকরণ দিয়ে ভালো করে মেখে কাটলেটের শেপ দিয়ে একপাশে রেখে দিতে হবে।
এভাবে সবগুলো কাটলেট বানানো হলে ডিম হালকা লবণ দিয়ে ফেটিয়ে কাটলেটগুলো ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে হালকা আঁচে ভাজতে হবে। সবগুলো ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।