আওয়ামী লীগ নেতাকে পুলিশ কমিশনারের ‘না

0

আগামী ২৬ অক্টোবর পালন করা হবে কমিউনিটি পুলিশিং ডে। নগরীতে দিনটি জাকজমকপূর্ণ ভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এতে খরচ ধরা হয়েছে ৬ লাখ টাকা। আর সেই টাকার জন্য ডাকা সভায় আওয়ামী লীগ নেতাকে সরাসরি ‘না’ বললেন নগর পুলিশ কমিশনার। কারণ অনুষ্ঠানের পুরো খরচ দিতে চেয়েছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।

বৃহস্পতিবার দুপুরে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের হলরুমে ব্যবসায়ী নেতা, রাজনীতিবিদ ও কমিউনিটি পুলিশিংয়ের নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশিং ডে পালনের খরচ তুলে ধরেন কমিশনার হুমায়ুন কবীর। এরপর প্রত্যেককে সাধ্যমতো সহায়তার আহ্বান জানানো হয়। সেখানে চেম্বারের সভাপতি মনিরুজ্জামান মনি ২৫ হাজার, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন ১০ হাজার টাকা দিতে চান। এরই এক পর্যায়ে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু অনুষ্ঠানের খরচের পুরো ৬ লাখ টাকা দিতে চান। তখন পুলিশ কমিশনার বলেন, ‘আপনি একা কেনো দেবেন। আমরা সবাই মিলে সাধ্যমতো দেবো।’সভায় উপস্থিত রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি জানান, পুলিশিং ডে পালনের জন্য সবাই সাধ্যমতো চাঁদা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেখানে আওয়ামী লীগ নেতা পুরো খরচটি দিতে চাইলে কমিশনার তাকে না করে দেন।

নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস ঘটনা স্বীকার করলেও ওই আওয়ামী লীগ নেতার নাম না নিয়ে বলেন, ‘একজন পুরো টাকাটা দিতে চেয়েছিলেন। কিন্তু স্যার না করে দিয়েছেন। আমরা সবাই মিলে খরচ বহন করবো বলে সিদ্ধান্ত হয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com