রংপুরে ৩০০ অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা সাইফুল

0

চলমান মহামারী করোনা ভাইরাসে কারণে রংপুরের পীরগঞ্জে কর্মহীন অসহায় ও দুস্থরা মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতি এসব অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের দাঁড়িয়েছেন রংপুর জেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম। রমজানের প্রথম দিন থেকে পীরগঞ্জ উপজেলায় খাদ্য বিতরণ কর্মসূচি শুরু করেছেন।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রংপুর-৬ আসনের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের শানেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে তিন শতাধিক কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে তিনি উপজেলার কাবিলপুর ও চতরা ইউনিয়নে ৬শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, দপ্তর সম্পাদক ডা. মিজানুর রহমান, বিএনপি নেতা ইয়াতিমুল হাসান লিটন, নিক্রন পাইকার, হাই খান রানা, শানেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শরিফুল মণ্ডল, পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আনিছুর রহমান আনিছ, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান হাবিব, শানেরহাট ইউনিয়ন যুবদলের আহবায়ক শামসুল হক, ছাত্রদলের আহবায়ক চঞ্চল, পীরগঞ্জ উপজেলা ও শানেরহাট ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পীরগঞ্জ উপজেলার প্রত্যেক ইউনিয়নে মহামারী করোনা ভাইরাসে কারণে কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি রমজানের প্রথমদিন থেকে শুরু করেছি। কাবিলপুর ও চতরা ইউনিয়নে ৬শতাধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পীরগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com