করোনা মোকাবিলায় বাংলাদেশকে আরো ৪৩৫০ কোটি টাকা দিচ্ছে এডিবি

0

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের করোনা ভাইরাস মোবেলায় পদক্ষেপ নিতে আরো ৫০ কোটি ডলার বা ৪ হাজার ৩৫০ কোটি টাকা ঋণ বাংলাদেশকে দিচ্ছে। এই অর্থ আজ বৃহস্পতিবার এডিবির বোর্ড সভায় অনুমোদন করা হয়েছে বলে এডিবির ঢাকাস্থ অফিস থেকে জানানো হয়েছে।

বাংলাদেশের অর্থনীতি ও স্বাস্থ্য খাতে এই কোভিড-১৯ মোকাবেলায় এই অর্থ ব্যয় করা হবে। এর আগে এডিবি একই খাতে বাংলাদেশকে রেয়াতি ১০ কোটি ডলার ঋণ দিয়েছিল।

এডিবি বলছে, ১৫ লাখ দরিদ্র সুরক্ষত নয় এমন জনগোষ্ঠী এই ঋণ সুবিধা থেকে লাভবান হবে। বাংলাদেশ কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য, সামাজিক খাত ও অর্থনীতিতে উত্তরণের জন্য কার্যকরী পদক্ষেপ নিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com