রাসূলকে কটূক্তিকারী পিন্টু ভারত সীমান্তে গ্রেফতার
মহানবী হযরত মোহাম্মদ (সা:)কে কটূক্তি করার অভিযোগে নারায়ণ দেব পিন্টু নামে একজনকে ভারত সীমান্ত বাল্লা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ৯টায় চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধামের নেতৃত্বে একদল পুলিশ বাল্লা সীমান্ত থেকে তাকে আটক করে।
আটক নারায়ণ দেবনাথ পিন্টু উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাঁছগাতিয়া গ্রামের ক্ষেত্র মোহনের ছেলে।
এর আগে তৌহিদী জনতার পক্ষে মাওলানা কামাল উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন।
জানা যায়, আটক নারায়ণ দেবনাথ পিন্টু ৪ মে মহানবী (সা:)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশ ও কটূক্তি করায় রানীগাঁও বাজারে প্রতিবাদ সভা করে স্থানীয় মুসলিম জনতা। পরে বুধবার দুপুরে তৌহিদী জনতার ব্যানারে চুনারুঘাটে লকডাউন ভেঙে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয়রা। পরে এ মামলার প্রেক্ষিতে নারায়ণ দেবনাথ পিন্টুকে গ্রেফতার করা হয়।