সাংবাদিক ছাঁটাই প্রধানমন্ত্রীর নির্দেশনাকে চ্যালেঞ্জের সামিল: ডিইউজে
দেশজুড়ে মহামারি করোনা দুর্যোগের মধ্যে বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদ জানিয়ে ছাঁটাইকৃত সাংবাদিকদের অবিলম্বে পুনর্বহালের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।
মঙ্গলবার (৫ মে) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, করোনা দুযোগের সময়ে কাউকে ছাঁটাই করা যাবে না- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনার পরও, আলোকিত বাংলাদেশ, বার্তা সংস্থা ইউএনবি, গাজী টিভি, এশিয়ান টিভি ও এসএটিভি থেকে শতাধিক সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে ছাঁটাই করা হয়েছে। যা প্রধানমন্ত্রীর নির্দেশনাকে চ্যালেঞ্জ করার সামিল।
নেতৃবৃন্দ বলেন, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, মালিকরা যেন করোনা মহামারিকে একটা সুযোগ হিসেবে বিবেচনায় নিয়ে ঢালাও ছাঁটায়ের মহোৎসর শুরু করেছেন।
নেতৃবন্দ অবিলম্বে ছাঁটাইকৃতদের পুর্নবহালে দাবি জানিয়ে বলেন, অন্যথায় গণমাধ্যমের কতিপয় অমানুষ মালিকদের বিরুদ্ধে ইউনিয়নের নেতৃত্বে সাংবাদিক-শ্রমিক-কর্মচারিরা কঠোরতম কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। তখন দালালরাও তাদের রক্ষা করতে পারবে না।
সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষার জন্যই গণমাধ্যম মাফিয়াদের মুখোশ উন্মোচন করাসহ প্রতিরোধের সময় এসেছে বলেও বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ।