বাংলাদেশে করোনায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬, মৃত্যু ১

0

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হয়েছে মাত্র একজনের এবং আক্রান্ত হয়েছেন ৭৮৬ জন। এক দিনের হিসাবে এটিই সর্বাধিক আক্রান্ত শনাক্তের ঘটনা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৩ জনে এবং আক্রান্ত ১০৯২৯ জন।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৩৩টি ল্যাবে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৬১৮২টি, পরীক্ষা করা হয়েছে ৫৭১১টি।

মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে জানানো হয়, তার বয়স ২১ থেকে ৩০ বছর এবং পুরুষ।

নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৩ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪০৩ জন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ১২৮ জনকে। এ নিয়ে মোট আইসোলেশনে নেয়া হয় ১৬৯৪ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৭০ জনকে এবং এ পর্যন্ত ১২৪৩ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com