অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা হলে কঠোর জবাব দেয়া হবে: ইরান

0

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করা হলে অত্যন্ত শক্ত জবাব দেয়া হবে।

(সোমবার) রাজধানী তেহরানে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র মুসাভি ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার মার্কিন প্রচেষ্টার কথা উল্লেখ করে বলেন, তেহরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলে ইরান যথোপোযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে এবং এর বিরুদ্ধে কঠোর জবাব দেবে। তবে যে এ ধরনের সম্ভাবনা বাস্তবে রূপ নেবে না বলে জোর আশাবাদ ব্যক্ত করে মুসাভি বলেন, পরিস্থিতি কোন দিকে গড়ায় তা দেখার জন্য তেহরান অপেক্ষায় আছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মুখপাত্র মুসাভি বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করার জন্য আমেরিকার কোনো নৈতিক অধিকার নেই। কারণ ওয়াশিংটন আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং এ সমঝোতার কোনো ধারা বাস্তবায়নের ব্যাপারে তারা কখনই প্রতিশ্রুতিবদ্ধ ছিল না। এমনকি আন্তর্জাতিক আইনকানুন এবং রীতিনীতির প্রতিও সম্মান দেখায় না দেশটি।    

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন, তার দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের অংশীদার এবং এর ভিত্তিতে ইরানের ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের দাবি জানাতে পারে। তিনি এমন সময় এ দাবি করলেন যখন ২০১৮ সালের মে মাসে তার দেশ ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কার্যত নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব থেকেও নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com