মহান মে দিবস ২০২০ উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বাণী —
মহান মে’ দিবস উপলক্ষে আমি দেশ-বিদেশে কর্মরত সকল বাংলাদেশী শ্রমিক-কর্মচারীসহ সারা বিশ্বের সকল মেহনতী মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
১৮৮৬ সালের এই দিনে উত্তর আমেরিকার শ্রমজীবি জনগণ দৈনিক ৮ ঘন্টা কাজ, ন্যায্য মুজুরী ও শোভন জীবনের জন্য যে ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করেছিলেন এবং তার পরবর্তী দিনগুলোতে জীবন দিয়ে যে লড়াই সফল করেছিলেন-তারই স্বীকৃতি হিসাবে আজ বিশ্বব্যাপী ১লা মে-মহান মে’ দিবস হিসাবে পালিত হচ্ছে। এই দিনটি তাই শ্রমজীবি মেহনতী মানুষের ঐক্য, সংগ্রাম ও বিজয়ের প্রতীক।
এ বছর করোনা ভাইরাসে আক্রান্ত বিশ্বের শ্রমজীবি মানুষ সংকটের মধ্যেও জীবন বাজী রেখে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদের এই সাহসী কর্মকান্ডের চালিকা শক্তিও মহান মে’ দিবসের চেতনা। মানবজাতির এই দারুন সংকট কালে শ্রমজীবি ও পেশাজীবি জনগণের এমন সাহস ও ত্যাগের ফলেই প্রায় স্থবির অর্থনীতির চাকা এখনও ঘুরছে-মানুষ সেবা ও চিকিৎসা পাচ্ছে।
আমি জাতীয় ও আন্তর্জাতিক সেবা, শিল্প ও ব্যবসা খাতের সকল মানুষকে এই মহান দিনে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের কল্যাণ ও সুরক্ষায় এগিয়ে আসার জন্য সরকার, মালিক এবং সমাজের সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানাচ্ছি।
মহান মে দিবস অমর হোক।