আরও ২০০ পরিবারকে খাদ্যসামগ্রী দিলেন পারভেজ মল্লিক

0

খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় চারটি ইউনিয়নের হতদরিদ্র ২০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ইফতারি বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। বুধবার দুপুর ২টার দিকে সেনহাটি এলাকার বাতিভিটা মাদ্রাসা মাঠে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পারভেজ মল্লিকের পক্ষে দিঘলিয়া থানা বিএনপি অসহায় ও হতদরিদ্রদের হাতে এসব সামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা বিএনপির আহবায়ক সাইফুর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক আব্দুর রফিক মল্লিক, খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান শরীফ মোজাম্মেল হোসেন, সাবেক চেয়ারম্যান শরীফ ইকবাল হোসেন (বারাকপুর ইউনিয়ন), দিঘলিয়া থানা সেচ্ছাসেবক দলের নেতা মোল্লা নাজমুল হোসেন, মোল্লা সারোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আছাদ মোল্লা, সাধারণ সম্পাদক মো. মোসলেম, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. হাফিজ মোল্লা, বারাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহিদসহ অঙ্গ সহযোগী সংগঠন ও ইউনিয়ন পরিষদের নেতাকর্মী।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘মানুষ মানুষের জন্য’ কর্সূচির আওতায় এর আগে খুলনার রূপসা ও তেরোখাদা উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক এই সভাপতি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com