তারেক রহমান এর নির্দেশনায় নির্যাতিত নেতাকর্মীদের মাঝে রমজান এর উপহার সামগ্রী বিতরণ করালেন -শরফু

0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় শ্রীমঙ্গলে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে পবিত্র মাহে রমজান এর উপহার সামগ্রী বিতরণ করালেন ছাত্রদল নেতা সরফরাজ আহমেদ (শরফু) উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- ১. চাউল ৫কেজি ২. ময়দা ২কেজি ৩. তেল ২লিটার ৪. চানা ২কেজি ৫. ডাল ১কেজি ৬. চিনি ১কেজি ৭. ট্যাং ড্রিংকস পাউডার ৮. সেমাই ৯. সুজি ১০. সাবান। রমজান এর উপহার সামগ্রী বিতরণে তিন ধাপের মধ্যে এটি প্রথম ধাপ উল্লেখ করে শরফু বলেন চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে অংশ নেয়া শ্রীমঙ্গলে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে আমাদের এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে আজকে এবং এটা অব্যাহত থাকবে। এসময় ছাত্রদল এই নেতা বলেন সারাদেশে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় কর্মহীন নেতাকর্মি ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়াও শরফু আরও বলেন মহামারি করোনা ভাইরাসের কারণে দেশে একটি ভয়াবহ ক্রান্তিকাল অবস্থা চলছে। অসহায় দুস্থ ও মধ্যবিত্ত পরিবারগুলোর মধ্য অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে। আশা করবো দেশের বিত্তবানরা যার যার সাধ্য অনুযায়ী এই দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে।

উপস্থিত থেকে সহযোগিতা করেন-

১. এম.এ. ইদ্দিস আলী সভাপতি প্রেসক্লাব মৌলভীবাজার এবং প্রচার সম্পাদক মৌলভীবাজার জেলা বি.এন.পি
২. সৈয়দ আবু জাফর সালাউদ্দিন সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রীমঙল উপজেলা ছাত্রদল।
৩. নিয়ামুল হক তরফদার বর্তমান জেলা যুবদল সহ সভাপতি।
৪. জাহান আহমেদ বর্তমান জেলা যুবদলের সহ সভাপতি।
৫. মামুন আহমেদ সাবেক শ্রীমঙল উপজেলা ছাত্রদল সহ সভাপতি।
৬. টিটু আহমেদ সাবেক শ্রীমঙল উপজেলা ছাত্রদল আহ্বায়ক।
৭. সাইফুর রহমান শিপু সাবেক শ্রীমঙল উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক।
৮. ইয়াসিন আরাফাত রবিন সাবেক শ্রীমঙল পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক।
৯. সামি মাহমুদ সাবেক শ্রীমঙল পৌর ছাত্রদল সহ সাধারণ সম্পাদক।
১০. লুপ্পা আহমেদ সাবেক শ্রীমঙল কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক।
১১. রিপন আহমেদ সাবেক শ্রীমঙল ছাত্রদল নেতা।
১২. মারুফ আহমেদ সাবেক শ্রীমঙল ছাত্রদল নেতা।
১৩. সোহেল আহমেদ শ্রীমঙল ছাত্রদল নেতা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com