স্বাভাবিক হতে আরও ২-৩ দিন লাগবে রিজভীর
অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে আরও ২-৩ দিন সময় লাগবে বলে জানিয়েছেন তার চিকিৎসক ও দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে তিনি এ তথ্য জানিয়েছেন।
রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, ‘তার (রিজভী) শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। পেট ব্যাথা নেই, বমি ভাবও নেই। তবে তিনি এখনও স্বাভাবিক খাবার খেতে পারছেন না। স্বাভাবিক খাবার খেতে আরও দুই-তিন সময় লাগবে। তবে এখনও ওনার শরীর ভীষণ দুর্বল রয়েছে। স্বাভাবিক খাবার শুরু করলে দুর্বলতা কেটে যাবে।’
গত ২৬ এপ্রিল পেটে ব্যাথা ও বমির কারণে ভীষণ অসুস্থ হয়ে পড়েন রিজভী আহমেদ। পরে ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে রিজভী নিজের আদাবরের বাসায় চিকিৎসা নেন।
রফিকুল ইসলাম জানান, ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন রিজভী আহমেদ। সেই থেকে ওনার এই সমস্যা মাঝেমধ্যেই হয়।