না’গঞ্জে যুবলীগ নেতার গোডাউন থেকে ১২০০ বস্তা চাল উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় এক যুবলীগ নেতার গোডাউনে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার রাত পৌনে ১১টার দিকে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে এ অভিযান চলে। এ সময় ওই যুবলীগ নেতার গোডাউন থেকে ১২০০ বস্তা চাল উদ্ধার করে গোডাউন সিলগালা করে দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়ার মদনপুর কেওঢালা হায়দার নিট কম্পোজিট গোডাউনে চাল মজুদ করে রাখা হচ্ছে- এমন খবর পায় প্রশাসন। খবর পেয়ে বন্দর উপজেলা নিবার্হী কর্মকর্তা শুক্লা সরকারের নেতৃত্বে গোডাউনে অভিযান চালানো হয়। এসময় চালগুলো জব্দ করে গোডাউনটি সিলগালা করে দেয়া হয়।
এ সময় ওই যুবলীগ নেতা উপস্থিত ছিলেন না। তবে তার লোকজন বলছেন, ত্রাণ দেয়ার জন্য তারা চাল মজুদ করছে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, ১২০০ বস্তা চাল জব্দ করা হয়েছে। তারা বলছে ত্রাণ দেয়ার জন্য মজুদ করা হয়েছে। আমরা মালিকের সাথে কথা বলেছি। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।