রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে রিজভী আহমেদ নিজেই এ তথ্য জানিয়েছেন।
শারীরিক অবস্থা জানতে চাইলে রিজভী বলেন, ‘আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে। এখন লিকুইড খবার খাচ্ছি।’
দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘স্বাভাবিক হতে আরও দুই-তিন দিন সময় লাগবে। ‘
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল পেটে ব্যাথা আর বমির কারণে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই মুখপাত্র। পরে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে নিজের আদাবরের বাসায় চিকিৎসা নেন রিজভী।
অসুস্থতার কারণ সম্পর্কে রফিকুল ইসলাম জানান, ১৯৮৪ সালে এরাশাদ বিরোধী আন্দোলনের সময় রুহুল কবীর রিজভী গুলিতে আহত হন। সে কারণে তিনি মাঝে মধ্যেই প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে পড়েন।