অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকালে জামায়াতের শোক
জাতীয় অধ্যাপক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর ইন্তেকালে জাতি একজন খ্যাতিমান গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানীকে হারালো। তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি একদিকে যেমন শিক্ষাঙ্গণে দায়িত্ব পালন করেছেন। অপরদিকে দেশের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়েও সক্রিয় অংশগ্রহণ করে বিশেষ অবদান রেখেছেন। তিনি তার কর্মের মধ্য দিয়ে মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন।
শোকবাণীতে তিনি আরো বলেন, মহান আল্লাহ তায়ালা তার নেক আমলসমূহ কবুল করুন। তাকে জান্নাতবাসী করুন। তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তায়ালা তাদেরকে এই শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। -বিজ্ঞপ্তি