মারা গেলেন মওদুদ আহমেদে বড় ভাই
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বড় ভাই অ্যাডভোকেট এফ এইচ এম মাসুম মারা গেছেন। সুপ্রিম কোর্টের প্রবীণ এই আয়কর আইনজীবীর বয়স হয়েছিল ৯২ বছর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর রাতে ধানমণ্ডির নিজ বাসা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছেন তার বড় ছেলে আবদুর কাদেরী। তিনি জানান, ‘বাবা দীর্ঘদিন ধরে বাধ্যর্ক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার ভোর রাতে তার সাড়া না পেয়ে ধানমণ্ডির বাসা থেকে সেন্ট্রাল হসপিটালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকরা জানান, উনি আগেই মারা গেছেন।’
বেলা ১১টায় জানাজা শেষে এফ এইচ মাসুমকে আজিমপুর কবরাস্থানে দাফন করা হয় বলে জানান তার ছেলে।