মহামারী করোনায় জাতীয় ঐক্য জরুরি: শামা ওবায়েদ

0

বৃহত্তর ফরিদপুরে বিএনপির আন্দোলনে নিহত, গুম ও নির্যাতিতদের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে উপহার প্রদান করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে শহরের মামুদপুরে বিসমিল্লাহ শাহ দরগায় বিএনপির আন্দোলনে নিহত নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো: মারুফের পরিবারের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এ সময় নিহত মারুফের পিতা রাবু মিয়ার হাতে উপহার তুলে দেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 

করোনাভাইরাসের কারণে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, জনগণের দল হিসেবে যা যা করা দরকার বিএনপি তাই করছে। আমরা সরকারকে সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত। এই দুর্যোগে বাংলাদেশের প্রেক্ষিতে আজকে সবচেয়ে বড় প্রয়োজন জাতীয় ঐক্য গড়ে তোলা।তিনি আরো বলেন, করোনাভাইরাসের কারণে তৃণমূল পর্যায়ে সরকার যে ত্রাণ দিচ্ছে তার বেশিরভাগই চুরি হয়ে যাচ্ছে। গরিবের ঘরে চাল-ডাল পৌঁছানোর আগেই সেসব আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় পাওয়া যাচ্ছে। গত ১২ বছর যাবত তারা চুরি করতে করতে এমন পর্যায়ে পৌঁছেছে যে, যা দেখবে তাই চুরি করতে হবে।

এ সময় ফরিদপুর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মোদাররেস আলী ঈসা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জসীমউদ্দিন মৃধা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান পলাশ, বর্তমান সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার প্রমূখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com