বিদ্যুৎ বিল,পানির বিল, এনআইডি কার্ড যদি ঘরে ঘরে পৌঁছায় তাহলে খাদ্যসামগ্রী নয় কেন -আলাল

0

বিএনপির যুগ্ম মহসাচিব বলেন, সরকার প্রতিষ্ঠাগুলোর মধ্যে সমন্বয় করতে না পারার কারণে মানুষ খাবারের জন্য ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছে। কারণ ক্ষুধার যন্ত্রণা কাওকে মানে না। নিয়ম মানে না।

তিনি বলেন, সরকার খুব সহজেই মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে পারতো। বিল যদি প্রতি মাসে সরকারি লোক বাসায় পৌঁছে দিতে পারে তাহলে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সমস্যা কোথায়। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের কাছে প্রত্যেকের এনআইডি কপি এগুলো যদি তারা মানুষের হাতে পৌঁছে দিতে পারে তাহলে ত্রাণসামগ্রী কেন ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে না।

আলাল বলেন, সরকার ঢাকা মহানগরসহ অন্য আরেকটি মহানগরীতেও করতে পারতো তাহলে জনগণের মধ্যে আশার সঞ্চার হতো যে না দুদিন পরে হলেও ত্রাণ সামগ্রী আমার বাসায় আসবে। কিন্তু সেটা হচ্ছে না ফলে এর ভয়াবহতা আরো তীব্র হবার আশংকা করছি।

তিনি বলেন, এটা সরকারের একার বিষয় না। আমরা বলেছি সরকারের সব সেক্টরের সঙ্গে সমন্বয়ের কথা। এখন সরকার বলতে যদি আওয়ামী লীগ মনে করে যুবলীগ-ছাত্রলীগ তা তো নয়। সরকার তো একটা বৃহৎ পরিসরে দেশ পরিচালনা করে। এখন ওনারা যদি মনে করেন আমরা আওয়ামী লীগ বলেই আমরা সরকার তাহলে হবে না।

সোমবার প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com