গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিট কাজে ব্যবহার করতে হবে

0

জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে সরকারের কেন্দ্রীয় ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ কর্তৃক গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কোভিড- ১৯ রোগী শনাক্তকরণ কিট গ্রহণ না করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, সরকারের এই সিদ্ধান্ত গণবিরোধী।

সোমবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নেতারা বলেন, কোভিড- ১৯ প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও দুর্নীতি এতোটা আপাদমস্তক বিস্তৃত হয়েছে যে, ইতোমধ্যে তাদের সরবরাহকৃত নকল পিপিই ও এন-৯৫ মাস্ক দ্বারা তিন শতাধিক চিকিৎসক কোভিড-১৯ দ্বারা আক্রান্ত হয়েছেন।

আমলাতান্ত্রিক টালবাহানা ত্যাগ করে অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট তৃতীয় পক্ষ দ্বারা পরীক্ষা করে এর সক্ষমতা নির্ণয় করে একে কোভিড-১৯ শনাক্তকরণ কাজে ব্যবহার করতে সরকারের কাছে দাবি জানানো হয় বিবৃতিতে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com