শিক্ষার্থীদের বুয়েটের উপাচার্য: তোমরা আলটিমেটাম দিয়ো না, বাবা
দাবির মুখে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাইফুল ইসলাম তাঁর কার্যালয় থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদের যে যে প্রশ্নের মুখোমুখি হন, তার মধ্যে অন্যতম ছিল, আবরারের জানাজায় তিনি কেন হাজির হননি।
এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিকেল পাাঁচটার মধ্যে উপাচার্যকে শিক্ষার্থীদের সামনে হাজির হতে সময় বেঁধে দিয়েছিলেন। দিনভর অপেক্ষার পর তিনি শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানতে চান, তিনি কেন তাঁর ‘সন্তানের’ জানাজায় হাজির হননি। জবাবে উপাচার্য বলেন, সে সময় তিনি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন। শিক্ষার্থীরা পাল্টা প্রশ্ন করেন, জানাজা পড়তে পাঁচ মিনিটের বেশি সময় লাগে না। জবাবে তিনি বলেন, গতকাল সন্ধ্যার দিকে ক্যাম্পাস থেকে পুলিশকে সরানোসহ নানা কাজে তাঁকে ব্যস্ত থাকতে হয়েছিল।
শিক্ষার্থীদের আট দফা দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্য বলেন, ‘তোমরা আলটিমেটাম দিয়ো না, বাবা! আমি তো বলেছি, তোমাদের দাবির সঙ্গে ইন প্রিন্সিপল আমি একমত।’ শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের কথোপকথনটি প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো। কোথাও কোথাও শিক্ষার্থীদের অনেকে একসঙ্গে কথা বলায়, স্পষ্ট শোনা যায়নি।