রিজভী অসুস্থ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়েছেন। রোববার থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। এর আগেও তিনি এই সমস্যায় ভুগেছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন।
উল্লেখ্য, ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভীর পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য পূর্বে তিনি আমেরিকায় অপারেশন করেছিলেন। মাঝে মাঝে তিনি সমস্যায় ভোগেন। বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় তিনি এ রোগে ভুগছিলেন। এ সময় তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।