রাজশাহীতে যুবদল নেতার বিনামূল্যের সবজি বাজার
করোনাভাইরাস ঠেকাতে দেশে চলছে লকডাউন। এ অবস্থায় পরিবার-পরিজন নিয়ে দিন পার করা কষ্টসাধ্য হয়ে উঠেছে অনেকের। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছে অনেকেই। রাস্তার পাশে সারি সারি টেবিলে টমেটো, বাঁধাকপি, আলু, পটল, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পুঁইশাক, লাউসহ নানা ধরনের সবজিতে ভরা। এখান থেকে নিজের পছন্দমতো প্রতিদিন শত শত মানুষ নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে সবজি নিচ্ছে। তবে তা টাকা দিয়ে নয়, বিনামূল্যে।
গত এক সপ্তাহ ধরে রাজশাহী মহানগরীর তেরখাদিয়ার ডাবতলা মোড়ে বিনামূল্যে মানুষের মধ্যে এসব সবজি বিতরণ করছেন রাজশাহী জেলা যুবদলের ১ নম্বর সহসাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন শুভ। মহানগরীর তেরখাদিয়ার ডাবতলা মোড়ে ‘মেসার্স রুস্তম মণ্ডল প্লাজা’ নামের তাঁর একটি রড-সিমেন্টের দোকান রয়েছে। সেই দোকানের সামনেই রয়েছে তাঁর ফ্রি সবজির বাজার।
এমন কার্যক্রমের বিষয়ে যুবদল নেতা মোফাজ্জল হোসেন শুভ বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মানুষ শুধু বাজারের জন্য ঘর থেকে বের হচ্ছে। তাতে কোনো লাভ হচ্ছে না। আবার আর্থিকভাবে অসচ্ছলতায় অনেক মানুষ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতেও পারছেন না। অনেকে অন্যের কাছে হাতও পাততে পারছেন না। এমন সংকটে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াতে উদ্যোগটি নিয়েছি।’
বর্তমানে প্রতিদিন এক হাজারের অধিক মানুষকে সবজি বিতরণ করা হচ্ছে। এটি চলমান থাকবে এবং সবজির পরিমাণ আরো বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানান এ নেতা।