গার্মেন্টস খুলে দেয়ার সিদ্ধান্তে জামায়াতের উদ্বেগ

0

দেশে করোনাভাইরাস সংক্রমণের চলমান পরিস্থিতিতে গার্মেন্টসমূহ পর্যায়ক্রমে খুলে দেয়ার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোবাবর দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশে করোনাভাইরাস সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই নতুনভাবে আক্রান্ত হচ্ছে মানুষ। প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রথমে ঢাকার শ্রমিকদের দ্বারা গার্মেন্টসমূহ খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে সাভার, গাজীপুর ও ময়মনসিংহের গার্মেন্টসমূহ খুলে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সারা দেশে যখন করোনাভাইরাস পরিস্থিতিতে জনগণ উৎকন্ঠিত, তখন এ সিদ্ধান্ত নেয়া হলো। এ সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ব্যাপারে আরো ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়া দরকার বলে আমরা মনে করি।

গার্মেন্ট কারখানাগুলো খুলে দেয়ার পূর্বে যে ধরনের স্বাস্থ্যবিধি মানা দরকার কারখানার মালিক পক্ষগণ তার কতটুকু ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়েছেন, তা আমাদের জানা নেই। এই পরিস্থিতিতে যদি কোনো দুর্বলতা থেকে যায় তাহলে তা আমাদের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে। দেশে নতুনভাবে ব্যাপক হারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা থেকে যাবে।

গার্মেন্ট শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ইতোমধ্যেই দুই শতাধিক গার্মেন্ট শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা গার্মেন্টসমূহ খুলে দেয়ার সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, এই মুহূর্তে কারখানাসমূহ খুলে দিলে গার্মেন্ট শ্রমিকদের জীবন চরম হুমকিতে পড়বে। তারা আপাতত গার্মেন্ট বন্ধ রাখার অনুরোধ জানান।

দেশব্যাপী গার্মেন্ট কারখানা খুলে দেয়ার পূর্বে গার্মেন্ট কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে কারখানাসমূহে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করার জন্য আমরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। -বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com