ঢাকা উত্তর সিটিতে বিএনপির ত্রাণ বিতরণ অব্যাহত

0

করোনাভাইরাসের কারণে অসহায় রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি।

শনিবার ঢাকা উত্তর সিটির ৭, ৮, ২৭ ও ৪৮ নম্বর ওয়ার্ডে গত নির্বাচনে বিএনপিসমর্থিত কাউন্সিল প্রার্থীরা এসব খাবার অসহায়দের বাসায় পৌছে দেন।

উত্তর সিটির বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের তত্ত্বাবধানে এসব ত্রাণ বিতরণ পরিচালিত হয়ে আসছে।

এসব ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ঢাকা উত্তরের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সী বজলুল বাসিত আঞ্জু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফেরদৌসী আহমেদ মিষ্টি, ৪৮ নম্বর ওয়ার্ডের বিএনপি মনোনীত নির্বাচিত কাউন্সিলর আলী আকবর আলী, ২৭ নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অনোয়ারুজ্জামান অনোয়ার।

এর আগে উত্তর সিটির বেশ কয়েকটি ওয়ার্ডে অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com