আবরার হত্যাকারীদের শাস্তির দাবি ইবি শিক্ষক সমিতির

0

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একইসাথে এ ঘটনার তীব্র নিন্দা ও সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের কাছে জোর দাবি জানাই অতিদ্রুত খুনিদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানায় শিক্ষক সমিতি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com