আবরার হত্যাকারীদের শাস্তির দাবি ইবি শিক্ষক সমিতির
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের খুনিদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। একইসাথে এ ঘটনার তীব্র নিন্দা ও সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাদের কাছে জোর দাবি জানাই অতিদ্রুত খুনিদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। একইসাথে সকল ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানায় শিক্ষক সমিতি।