মানুষের অহংকার ও দাম্ভিকতা এখন মাটির সঙ্গে মিশে গেছে : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করেনা ভাইরাসের প্রথম দিকে সরকারের আন্তরিকতার অভাব ছিলো। যখন ঘাড়ের উপরে পড়ে গেছে তখন তারা সামাল দেয়ার চেষ্টা করছে। স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে।
গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করতে গিয়ে ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। রাষ্ট্র যখন খুন-গুমের জড়িয়ে পড়ে তখন আর কোনো পথ খোলা থাকে না।
তিনি বলেন, প্রতিকি হিসাবে আজকের ৩ পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার দেয়া হচ্ছে। বাকি উপহারগুলো ভুক্তভোগীদের বাসায় পৌঁছে দেয়া হবে।
শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে নিহত নিখোঁজ ও নির্যাতিত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এ কথা বলেন।