চবি ছাত্রদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে অসহায় পরিবারের মাঝে চবি ক্যাম্পাস ছাত্রদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিএনপির সিনিয়ার ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির ভাইস-চেয়্যারম্যান আব্দুল্লাহ আল নোমান ও চেয়্যারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারের পৃষ্ঠপোষকতায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিশ্ববিদালয় ক্যাম্পাসের একাধিক স্থানে ছাত্রদলের সভাপতি কে.আলম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এর নেতৃত্বে এই উপহার (ইফাতার সামগ্রী) বিতরণ করনে।
এ সময় আরও উপিস্থিত ছিলেন- জিয়া স্মৃতি সংসদ চবি শাখার সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আমির হোসেন, চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ ইকরাম, ইসমাইল,সহ-সাংগঠনিক সম্পাদক এ এস মো. সায়েম, প্রচার সম্পাদক মহিনউদ্দিন, সহ-দপ্তর সম্পাদক এ এইচ সাগর।