করোনা নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি নাকচ চীনের

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎস সন্ধানে আন্তর্জাতিক তদন্তের দাবি নাকচ করে দিয়েছে চীন। দেশটির একজন শীর্ষ কূটনীতিকচেন ওয়েন বলেছেন, তদন্তের ওই দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি মেনে নেওয়ার মানে হলো, করোনা মোকাবিলার গুরুত্বপূর্ণ কাজ থেকে মনোযোগ সরিয়ে নেওয়া। খবর বিবিসি।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন এক প্রতিবেদনে করোনা ভাইরাস নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে চীনের বিরুদ্ধে। আর কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের সরকারি গবেষোগার থেকে এই ভাইরাসের উৎপত্তি কি না, তা খতিয়ে দেখছে তার প্রশাসন। চীনের বিরুদ্ধে মামলাও হয়েছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়া ও জার্মানিও সামিল হয়েছে চীন বিরোধী অবস্থানে।  

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাজ্যে নিযুক্ত চীনের শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বলেছেন, আন্তর্জাতিক তদন্তের ব্যাপারে সম্মত নয় তার দেশ। ‘এই মুহূর্তে আমরা ভাইরাস মোকাবিলায় ব্যস্ত। আমাদের সমস্ত মনোযোগ আর শক্তি আমরা ভাইরাস মোকাবিলার কাজে ব্যয় করছি। কেন এ নিয়ে তদন্তের প্রশ্ন আসে? এতে মনোযোগ অন্যদিকে সরে যাবে।’

চেন ওয়েন আন্তর্জাতিক তদন্তের দাবি প্রসঙ্গে আরও বলেন, ‘আমার মনে হয় এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উদ্যোগের ব্যাপারে কোনও দেশই সম্মতি দেবে না। এই ধারার তদন্তে কারও কোনও উপকার হবে না।’

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।  

এখন পর্যন্ত বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৩০ হাজার ২৮৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৬ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ২৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ১৭৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে ৮ লাখ ১ হাজার ৯১৭ জন। 

বর্তমানে বিশ্বে ১৮ লাখ ৩১ হাজার ১০৯ জন শনাক্ত রোগী রয়েছে। তাদের মধ্যে ১৭ লাখ ৭২ হাজার ৫৮৫ জন চিকিৎসাধীন, যাদের অবস্থা স্থিতিশীল। আর ৫৮ হাজার ৫২৪ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিউতে রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.