করোনা চিকিৎসায় আজগুবি পরামর্শ দিয়ে ‘হাসির পাত্র’ ট্রাম্প!

0

ইতোমধ্যে করোনা ভাইরাসকে ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রাণঘাতি এই ভাইরাসের বিস্তারে শুরু থেকেই চীনকে সর্বাংশে দায়ি করছে ট্রাম্প প্রশাসন। কিন্তু আজগুবি ও কাণ্ডজ্ঞানহীন মন্তব্যের জন্য বিশ্বজুড়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক বদনাম রয়েছে। করোনার চিকিৎসা নিয়ে পরামর্শ দিতে গিয়ে এবার নতুন এক হাস্যরসের জন্ম দিলেন ট্রাম্প।

গোটা বিশ্বের চিকিৎসা বিজ্ঞান যখন করোনা ভাইরাসের প্রতিকার নিয়ে দিনরাত একাকার করে দিচ্ছেন তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘আক্রান্তের শরীরে জীবাণুনাশক ওষুধ ঢুকিয়ে অথবা অতিবেগুনি রশ্মি প্রয়োগ করে করোনা ভাইরাস ধ্বংস করা যেতে পারে।’

তাঁর এমন উদ্ভট পরামর্শ বিশ্বজুড়ে তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। চিকিৎসা বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই পরামর্শ একেবারের ভ্রান্ত ধারণা। চিকিৎসা শাস্ত্র যা কখনোই সমর্থন করে না।

শুধু তাই নয়, শরীরে জীবাণুনাশক অথবা অতিবেগুনি রশ্মির প্রবেশকে করোনা ভাইরাসের চিকিৎসার উপায় হিসেবে ধরে নিয়ে গবেষণা হওয়া উচিত বলেও মত দিয়েছেন ট্রাম্প। 

চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, কিছু গবেষণায় দেখা গেছে, সূর্যের আলোতে সরাসরি এলে কিছু ভাইরাস দ্রুত মারা যায়। কিন্তু করোনা ভাইরাসকে মেরে ফেলার জন্য অতিবেগুনি রশ্মি কতক্ষণ প্রয়োগ করতে হবে সে ব্যাপারে সঠিক কোনও তথ্য নেই। 

ভাইরাসটিকে শরীরের ভেতরে মেরে ফেলতে প্রেসিডেন্ট ট্রাম্প জীবাণুনাশক পুশ করার যে পরামর্শ দিয়েছেন তাতে আক্রান্ত ব্যক্তির মৃত্যুঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন চিকিৎসকরা।

বরং চিকিৎসরা বলছেন, করোনার বিস্তার ঠেকাতে ও সুস্থ থাকার অন্যতম উপায় হচ্ছে, শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে পরিষ্কার রাখা ও মুখ, চোখ, নাক স্পর্শ না করা।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ৫২ হাজার ১৮৫ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১০ হাজার ৪৩২ জন।

বিশ্বে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ৩০ হাজার ৩৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ২৪৫ জন। সুস্থ হয়েছেন প্রায় ৮ লাখ মানুষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.