১২ হাজার পরিবারের পাশে আব্বাস দম্পতি
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানবতার সেবায় ১২ হাজার অসহায়, দরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র ও মন্ত্রী মির্জা আব্বাস এবং তার পত্নী বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস।
সংসদীয় আসন ঢাকা ৮ ও ৯ এর প্রতিটি থানা এবং ওয়ার্ডের অসহায় পরিবারের ঘরে ঘরে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন তারা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজারবাগ, শান্তিনগর, চামেলিবাগ, পল্টন, বায়তুল মোকাররম, স্টেডিয়াম ও গুলিস্তান এলাকায় এ খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। অন্যান্য এলাকাগুলোতেও পর্যায়ক্রমে এ উপহারসামগ্রী পৌঁছে দেয়া হবে বলে জানানো হয়েছে।
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ যুবদলেরর সভাপতি রফিকুল আলম মজনুর বিশেষ তত্ত্বাবধানে এই উপহারসামগ্রী বিতরণের দায়িত্বে ছিলেন পল্টন থানা (১৩ নং ওয়ার্ড) এ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আনভীর আদেল খান বাবু, পল্টন থানা বিএনিপর সিনিয়র সহ-সভাপতি ও ১৩ নং ওয়ার্ড বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী এস এম আব্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মুঈদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক এমরান।
এসময় আরও উপস্থিত ছিলেন পল্টন থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আফসার উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ শাহ্ আলম মুনশি, সাবেক সহ-সভাপতি আবদুর রউফ, ১৩ নং ওয়ার্ড বিএনপির নেতা শাহাবুদ্দিন, ওয়ার্ড নেতা আল-আমিন বাদশাহ, ওয়ার্ড নেতা মোহাম্মদ জিয়াউল হক আনোয়ার, স্টেডিয়াম ইউনিটের সভাপতি মো. বাবু, যুবদল নেতা মাসুদ খান, লিওন হক সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।