নদীতে ভাসছে টিসিবির তেলের খালি বোতল; থেমে নেই চাল চুরি
টিসিবির পণ্য কখনও মিলছে খাটের ভেতর, কখনও ডিলারের বাড়িতে আবার কখনও জনপ্রতিনিধির কব্জায়। এবার নড়াইলের চিত্রা নদীতে মিললো টিসিবির তেলের খালি বোতল। গেল এক সপ্তাহেই নড়াইলে ডিলারসহ অন্তত ১৫ ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। এদিকে ঝালকাঠি, জয়পুরহাট, লালমনিরহাট, জামালপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে প্রশাসন।
নড়াইলের চিত্রা নদীতে ভাসছে টিসিবির তেলের খালি বোতল। রুপগঞ্জ খেয়াঘাটের মাঝি এসব বোতলের সন্ধান পাওয়ার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমালোচনা চলে দেশজুড়ে। প্রশ্ন উঠছে টিসিবি পণ্যের বিতরণ ব্যবস্থা নিয়ে।
হতদরিদ্র মানুষ এসব পণ্য কম দামে পাওয়ার কথা থাকলেও তা যথাযথ ভাবে না পাওয়ার অভিযোগ তাদের।
এক সপ্তাহে নড়াইল সদর, লোহাগড়া, কালিয়ার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির বিভিন্ন পণ্য বেচার দায়ে ডিলারসহ অন্তত ১৫ ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা জানান পুলিশ সুপার।
ভিজিডির ৪১টন চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের কালিয়ার পিরোলী ইউপি চেয়ারম্যান জারজিদ মোল্যার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
এদিকে ঝালকাঠির রাজাপুরে সাবেক ইউপি সদস্যের বাসায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৬ বস্তা চাল থাকায় ইউপি সদস্য ও ডিলারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জয়পুরহাটের আক্কেলপুরে ৮৫বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে ডিলারকে আটক করেছে র্যাব। লালমনিরহাটের হাতিবান্ধায় ৯০মন খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে পুলিশ। আর জামালপুরের ইসলামপুরে চিনাডুলি ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে ২০ মেট্রিক টন চাল জব্দ করে উপজেলা প্রশাসন।