পটুয়াখালীতে যুবলীগ নেতার হামলায় আহত পুলিশসহ ২ সাংবাদিক
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগ থামাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পটুয়াখালীর গলাপচিপা থানার এসআই শহিদুল ইসলাম। এ ঘটনার ছবি ছবি তুলতে গেলে হামলাকারীরা মারধর করেন দুই সাংবাদিককে।
আহত দুই সাংবাদিক মাইটিভি’র গলাচিপা উপজেলা প্রতিনিধি হাসান এলাহী ও এশিয়ান টিভি’র সাব্বির আহমেদ ইমন।
রতনদী-তালতলী ইউনিয়ন যুবলীগ সভাপতি রিয়াজ খলিফার নেতৃত্বে এ হামলা চালান তার অনুসারীরা। পুলিশ অভিযুক্ত রিয়াজ খলিফাকে আটক করেছে।
পুলিশ জানায়, গলাচিপার স্থানীয় কয়েক যুবক রতনদী-তালতলী এলাকার একজনের কাছে পাওনা টাকা চাইতে গেলে কাটাখালী বাজারে এ নিয়ে গোলযোগ সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে থানায় যেতে বলেন।
এ সময় অভিযুক্ত যুবলীগ সভাপতি রিয়াজ খলিফা পুলিশকে অকথ্য ভাষায় গালাগাল করেন। এ সময় রিয়াজকে আটকের চেষ্টা করলে তার অনুসারী নিয়ে পুলিশের উপর হামলা চালায়। সাংবাদিকরা এ ঘটনার ছবি তুলতে গেলে যুবলীগ সন্ত্রাসীরা তাদের উপরও হামলা করে।
পরে গলাচিপা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে রিয়াজকে আটক করে।
গলাচিপা থানার ওসি মনিরুল ইসলাম জানান. এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।