করোনা: ২৫ মে পর্যন্ত বিএনপির কমিটি গঠন কার্যক্রম স্থগিত

0

দেশের করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আগামী ২৫ মে পর্যন্ত দলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

রবিবার (১৯ এপ্রিল) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম গত ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল। করোনা মহামারির ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ চলতি বছরের আগামী ২৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.